The Michigan Department of Treasury has been made aware that some "Reminder of Tax Due" letters sent to taxpayers contain an incorrect toll-free (1-800) TTY number, which may connect callers to a potential scam. Taxpayers with questions regarding unpaid individual income taxes are asked to contact the Treasury directly at 517-636-4486. We apologize for any confusion or concern this may have caused.
Language services - বাংলা (Bengali)
অনূদিত রিসোর্স
ব্রাউজারের অনুবাদ
-
[Nডিসক্লেইমার
-
Safari ব্যবহার করে অনুবাদ করুন
-
Chrome ব্রাউজার ব্যবহার করে অনুবাদ করুন
-
Microsoft Edge ব্যবহার করে অনুবাদ করুন
মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রেজারি কোনো দায় স্বীকার করে না এবং তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন বা ব্রাউজার দ্বারা করা যেকোনো অনুবাদের মাধ্যমে ঘটতে পারে এমন কোনো এবং সমস্ত দায় অস্বীকার করে। কোনো তৃতীয় পক্ষের পরিষেবার ব্যবহার ব্যবহারকারীর একমাত্র ঝুঁকিতে থাকবে। তৃতীয় পক্ষের পরিষেবা সম্পর্কিত তথ্য শুধুমাত্র একটি সুবিধা হিসাবে প্রদান করা হয়।
ডেস্কটপ
আরবি, চীনা (সরলীকৃত), ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ ভাষায় অনুবাদ উপলভ্য।
- Safari ব্রাউজার খুলুন এবং ভিউ নির্বাচন করুন, এরপর ড্রপডাউন মেনু থেকে অনুবাদ নির্বাচন করুন। আপনার ব্রাউজার পছন্দসই, ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সেট করুন।
- আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেটিতে যান।
- অ্যাড্রেস বারের ডানদিকে একটি অনুবাদ বাটন দেখা যাবে। সকল পেজের জন্য অনুবাদ পাওয়া নাও যেতে পারে।
- অনুবাদ বাটন এবং আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
iPhone বা iPad
মোবাইলে Safari
- আরবি, চীনা (সরলীকৃত), ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ ভাষায় অনুবাদ উপলভ্য। আপনার মোবাইল ডিভাইসে Safari ব্রাউজার খুলুন এবং আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেটিতে যান।
- সাইটের অপশন দেখতে অ্যাড্রেস বারের পাশে থাকা aA আইকনটি নির্বাচন করুন। ড্রপডাউন মেনু থেকে, "ট্রান্সলেট টু" এবং আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- একটি পপ-আপ মেনু প্রদর্শিত হলে "অনুবাদ সক্রিয় করুন" নির্বাচন করুন। লক্ষ্য করুন আপনাকে শুধুমাত্র একবারই অনুবাদ সক্রিয় করার জন্য অনুরোধ করা হবে।
IOS 14.0-এর চেয়ে পুরানো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Apple ডিভাইসে এই ফিচারটি থাকবে না। অনুবাদ পাওয়ার জন্য আপনার ডিভাইসে Google ট্রান্সলেট অ্যাপ বা Microsoft ট্রান্সলেটর অ্যাপটি ডাউনলোড করুন।
ডেস্কটপ
- Chrome ব্রাউজার খুলুন এবং আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেখানে যান।
- অ্যাড্রেস বারের নিচে একটি পপ-আপ Google ট্রান্সলেশন মেনু দেখা যাবে। পেজটি অনুবাদ করতে মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- যদি অনুবাদ মেনু দেখা না যায় তাহলে অ্যাড্রেস বারের ডানদিকে Google ট্রান্সলেট বাটন নির্বাচন করুন। পেজটি অনুবাদ করতে মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
- আরো ভাষায় অনুবাদ পেতে, অ্যাড্রেস বারের ডানদিকে Google ট্রান্সলেট বাটন নির্বাচন করুন এরপর অ্যাকশন মেনু আইকন নির্বাচন করুন। ড্রপডাউন মেনু থেকে, "অন্য ভাষা চয়ন করুন" নির্বাচন করুন এবং ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
Android ফোন বা ট্যাবলেট
1. আপনার মোবাইল ডিভাইসে Chrome ব্রাউজার খুলুন এবং আপনি যে ওয়েবপেজটি অনুবাদ করতে চান সেটিতে যান।
2. স্ক্রিনের নিচে একটি Google ট্রান্সলেশন মেনু দেখা যাবে। পেজটি অনুবাদ করতে মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
3. আরো ভাষায় অনুবাদ পেতে, অ্যাকশন মেনু আইকনটি নির্বাচন করুন এবং "অন্যান্য ভাষা" নির্বাচন করুন এবং ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
ডেস্কটপ
- আপনি যখন Microsoft Edge ব্রাউজারটি খুলবেন, তখন আপনার ব্রাউজারের উপরের ডান দিকের কোণায় তিনটি বিন্দুতে ক্লিক করুন এরপর, ড্রপ-ডাউন তালিকা থেকে "সেটিংস" নির্বাচন করুন।
- আপনার ব্রাউজার উইন্ডোর বাম দিক থেকে, "ভাষা" নির্বাচন করুন এবং "ভাষা যোগ করুন" নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করে আপনার পছন্দসই ভাষা নির্ধারণ করুন।
- আপনি যদি এমন কোনো পেজে ভিজিট করেন যা আপনার পছন্দসই ভাষায় অনূদিত নয়, তাহলে অ্যাড্রেস বারে একটি পপ-আপ অনুবাদ মেনু আসবে। আপনার পছন্দসই ভাষা নির্বাচন করতে নির্দেশনা অনুসরণ করুন এবং পেজটি অনুবাদ করতে "অনুবাদ করুন" নির্বাচন করুন।